এই তো দুনিয়া একটু আঘাত লাগলে স্বার্থে -
যতক্ষণ আশা ততক্ষণ খুশী নইলে দৌড়ে মারতে ।
পান হতে চুণ খসলেই ছুতো ফাঁসী নয় শূলে চড়াবার তরে
দুর্মুখে কয় এমন মানুষ কেন যে নাহিক মরে !
তবু আপনার পানে নাহি চায় কেহ, দেখে না নিজের দোষ ,
সারাদিন বসে দোষ দেখা কাজ মনে জাগে শুধু রোষ ।
কর্মহীন , অবসর নাই  পরনিন্দার থেকে ,
মুখে হাসি দিয়ে স্বাগত জানায় বুকভরা বিষ রেখে ।
নিজের ষোলোআনা রেখে দিয়ে পরের ভাগটি মারতে
যত উৎসাহ সব নিভে যায় নিজের এককণা দিতে ।
আপনার কান কাটিয়া পরের যাত্রা ভাঙ্গায় মন ,
নিজের কষ্ট ভুলে  খুশী ,  যদি শোনে কষ্টে রয়েছে অন্যজন ।
পরের দুঃখে খুশীতে উছলে , পর অধিকার কাড়তে
সাধুর মুখোশ পরে সদা ঘোরে অন্যেরে প্রাণে মারতে  ।