অভিলাষ
               বিশ্বজিৎ চট্টোপাধ্যায় (পুলক)


শ্বেতশুভ্র বসনে ভূষিত দেবী বিজলী জড়িত কান্তি,
পথ ভুলে বুঝি এসেছ ধরায় সুরবালা !  মনে জাগে এই ভ্রান্তি।
বর্ণনা তব অতি সুকঠিন লেখনী মানিছে হার
মশিধার বলে,  আমি নিরুপায়, আমারে না দাও ভার ও রূপ বর্ণনার ।
পত্রখানা অপলক চোখে চেয়ে বলে আমা পানে -
সীমাহীন রূপ ! কেমনে বাঁধিবে শব্দে ছন্দের বন্ধনে ?


শুধাই সবারে কেমনে বাঁধিব গান -
তার বন্দনা গীত রচিবার তরে করি সুরসন্ধান ।
সপ্তসুরও হার মেনে বলে তব কন্ঠ দেবে না সাথ
যেখানেই তার নাম আসে, সুরে কন্ঠ না হয় পাত্ ।
সব শেষে ভাবি আঁকি ছবি তার সপ্ত রঙেতে ভরে
দিন শেষে দেখি সে নিজে এঁকে গেছে ছবি তার ,
ভরে গেছে মনোপট রাঙা করে।