কাজের ফাঁকে তোমার কথা, আবেশ লাগায় মনে -
ভুলব বলেও চাইলে কি মন জড়ায় অন্যধ্যানে ?
ঘুরে ফিরে মনের পাখী তোমার ডালে বসে,
এ ডাল ও ডাল করে শেষে থামে আপন বাসে।
কল্পনা দিয়ে তোমায় সাজাই স্বপ্নে করি যে খেলা ,
স্বপ্নে তোমায় আরো কাছে পাই স্বপ্নে মিলন মেলা -
হঠাৎ কখন হারাই যে হুঁশ, চমকি হাঃ হাঃ রবে ,
তখন আমি লজ্জায় ম'রি, ভাবি লোকে কি না কবে ।
তুমি তো বেশ খুশীতেই আছো , আছো আপনার মনে ,
আমারেই শুধু মোহে জড়াও দুর্বল কোনো ক্ষণে।