বাজার যাবার পথে হঠাৎ থমকে দাঁড়াই হোথা।
রমেনবাবুর আজকে কেন গরম হোলো মাথা।।
আজ রোববার কাজের ছুটি চেঁচায় কেন তবু।
সামনে গিয়ে দেখি চিল চিৎকার করছে মালী শিবু।।
কারো কথাই বু্ঝতে নারি শুধাই একে একে।
কেন বাপু দুজনাতে চেঁচাও থেকে থেকে।।
জানি জগৎ দুজনাকেই আধপাগলা ক'য় ।
ভাবি কেন এলাম হেথায় জাগছে মনে ভয়।।
যেমনি শুধাই কি হয়েছে ? চিল্লে ওঠে দুইয়ে ।
ধমকে পাঠাই শিবুকে বলি জল দে গে যা পুঁইয়ে ।।
মরছে পুঁই জল না পেয়ে শুনব প'রে কথা ।
ধীরে বলুন রমেনবাবু না গরম করেন মাথা।।
রমেনবাবু দেখায় কাছে একটা বাইক খাড়া।
বলেন শিবু ফাঁকিবাজ বেটার শুধুই যাবার তাড়া।।
দিলাম বীজ পোঁতার তরে পুঁতল প্রথম বার ।
চাবি খোঁজার বাহানায় সব করল ছারখার ।।
বেটাচ্ছেলে লক্ সাইকেল আনলো ঠেলে ঠেলে ।
এখন ব'লে ওর চাবিটা হেথায় কোথাও ফেলে ।।
তোলপাড় এই বাগানখানায় কর লো ছারখার ।
বলছে হেথা কোথাও প'ড়ে চাবি বাইকটার।।
এই বাহানায় বাগানখানার গাছ বীজ সব তুলে ।
হা ভগবান পাগলাটারে মালী রাখি কিসের ভুলে ।।
যেই না শুনে শিবু বলে পাগল কারে ক'ন ।
আপনারেই তো পাগল বলে আপনার আপন জন।।
অফিসেও তো পাগলা বলে  সবাই জানে তোমা।
নিজের স্ক্রুপ ঢিলা আর পাগল বলো আমা ।।
দ্যাখেন বাবু এলাম আমি বাইক চড়ে হেথা ।
সাইকেল দাঁড় করিয়ে কাজে লাগি যেমন কথা।।
গাড়ীর চাবি সদা আমার বুক পকেটে র'য় ।
করতেছিলাম বাগানে কাজ এনারা যেমন ক'য়।।
কখন জানি চাবিখানা পকেট হতে পড়ে ।
ভুল করে বা দিলাম চাপা কোনো গাছের জড়ে ।।
তাই তো সকল গাছের মূলে খুঁজছি চাবিটায় ।
কেমন করে বলেন এবার চালাই সাইকেলটায় ?
কিম্বা এমন হতেও পারে বীজের সাথে চাবি -
হয়তো পুঁতে ফেলেছি সেটাও দেখুন ভাবি ।
তাই তো খুঁড়ে দেখছি যদি চাবিই পুঁতে থাকি ।
একটু দাঁড়ান ঐ দিকটা দেখতে আছে বাকি ।।
রে রে করে বাবু বলেন দেখছো কেমন লোক ?
এবার আমি চালাবো হাত তাতে যা হয় হোক !
দুজনাকে ধমকে বলি তিলেক দাঁড়ান খুঁজি ।
ভালো করে আমি আগে ব্যাপারখানা বুঝি ।।
সাইকেল এনে শিবু রাখে চাবি পকেট মাঝে ।
নেমেই সে হাত লাগায় রমেনবাবুর কাজে ।।
সেথায় পড়ে চাবিখানার হদিশ নাহি মেলে ।
রমেনবাবু বলেন বাইক আনলো ঠেলে ঠেলে ।।
বলি রমেনবাবু আসুন দেখি কেমন গাড়ী ।
শিবুও এল পিছু পিছু খুরপী কোদাল ছাড়ি ।।
ঐ তো দেখ বাইক প'রে চাবি আছে লেগে ।
দুজনেই দুজনাকে দেখছে রেগেমেগে ।।
রমেনবাবু বলেন  এটা বুক পকেট তোর ?
চাবি পড়ল বলে শুধু করতেছিলিস শোর ।
বলছে শিবু যান যান নিজের চোখ থাকতে অন্ধ ।
তখন তো বেশ বলছিলেন সাইকেল তালা ব্ন্ধ ।।
তালাবন্ধ বাইক আমি এনেছিলাম ঠেলে -
কেমন করে মশায় আপনার এমন বুদ্ধি খেলে ?
বললাম শিবু, বাগানখানা ঠিক করলে তবে -
তোমার আজকের মজুরী পুরোপুরি পাবে  ।
রমেনবাবু, শিবুর হলে বাগানের কাজ সারা ,
আর ঝঞ্ঝাট বাড়াবেন না ফালতু কথার দ্বারা ।।
হঠাৎ দুজন চেঁচিয়ে বলে আপনি দাঁড়ান হেথা ,
নয় তো কখন শেষ হোলো কাজ বিচার করবে কে তা ?
মহাফ্যাসাদ হল আমার এদের মাঝে পড়ি !
রবিবারের বাজার এখন কেমন করে করি ।।