শ্রাবণ আকাশে ঐ যে ঘনায় আবার অন্ধকার,
কোন সে অতিথি এমন সময়ে ঘা দেয় মোর দ্বার !
এনেছে কি তব সমাচার , সাথে তোমার কুশলখানি -
দ্বারে যেতে লাগে লাজ, পাছে নিজেই এসেছ অভিমানী।
যে দিন পাঠালে আমারে হেথায় তোমায় করিনু পর
বলেছিলে আমি পরে আসিতেছি বানায়ে রাখিও ঘর ।
হইলে সময় ডাকিও আমায় সেথায় থাকার ত'রে
ভুলিয়া সে কথা আন্ জনে ডেকে রেখেছি সে বাস ঘরে।
পুঁতেছি বৃক্ষ জানি না কি দোষে কেন যে কাহার ত'রে
মায়ামোহ ফল ধরিয়াছে ডালে ,গেছে স্মৃতির কুসুম ঝরে।
সে তরুরে আজ নাড়িয়েছে জোরে ঘোর শ্রাবণের নিশ্বাস
কে আপন প'র ভুলিয়াছে সব , নড়ে গেছে বিশ্বাস ।
তাই কি আকাশে আবার এসেছে ঘনায়ে অন্ধকার ?
কে তুমি অতিথি এমন সময়ে ঘা দিলে আমার দ্বার ।
মোর আঁখি পাতে আর নাই আলো, বলো কে দাঁড়ালে দ্বারে -
তুমিই কি সেই চিরসাথী মোর ছাড়িয়া এসেছি যারে ।
আজ হাতে নাই বরণের ডালা নাইকো মুখেতে ভাষা
অন্তর্যামী দেখো অন্তরে যদি থাকে ভালোবাসা ।
যে সুধাপাত্রে দিয়েছিলে সাথে পান করিবার ত'রে ;
সে সুধারে আমি বিলায়ে দিয়েছি নিজ মুর্খতা ভরে ।
যাদের দিয়েছি সে সুধা আজিকে কেহ নাই মোর কাছে  
পড়ে পড়ে সে শূন্যপাত্র তোমার করুণা যাচে ।
হে বন্ধু মোর দ্বার ভাঙ্গি এসো করো নাকো দেরী আর ,
হৃদয় আকাশে ঘনায়ে এসেছে ঘোর অন্ধকার।