মনের কথা ভাষাহারা আজ ঘিরেছে গভীর বেদনা ,
রাশি রাশি ফোটে কথার মুকুল মনে, তবু কুসুম হয়ে ওঠে না ।
যা বোঝাতে চাই সে কথা বলিতে ভুল বোঝে ধরাবাসী
মন্দই বোঝে সর্বদা সবে বলে স্বার্থের অভিলাষী ;
সকলের ভুলভ্রান্তি ঢাকিতে হয়রান হই দিনরাত
তবুও কেহ নহে প্রসন্ন অসময়ে নাহি দেবে সাথ।
সকলেই মনে আঁটিছে ফন্দি কাড়িবে আমার স'ব -
নিজেরাই ভাগ করিছে আমায় , সার কাড়াকাড়ি আর কলরব
সবে দেখে ভাগে পাছে কম হল বা বেশী পেল আর জনা
তা দেখে আমি ভাষাহারা কারে জানাই মর্মবেদনা ।