স্ব্পনের মাঝে এসেছিল মোর পানপাতা এক মুখ -
চিনি ওগো চিনি প্রেয়সী আমার, তুমি আমার হারানো সুখ।
হাসি দেখে বুঝি ফিরিছিনু খুঁজি তোমারে ফুলের মাঝে,
তোমার দেহের আঘ্রান এল ফাগুন হাওয়ার সাজে
উতলা হাওয়ায় উড়ে এসেছিল যে লিপি আমার পানে-
ভালোবাসি ওগো তোমারেই যেন কইলে আমার কানে।
ছুটল এ মন মরিচীকা পানে পেতে তোমা উন্মুখ,
চিনি ওগো চিনি প্রেয়সী আমার পাব ফিরে হারাসুখ।
কেন স্ব্প্ন হয় না সত্যি , কেন ভেঙ্গে যায় বলো ঘুম ?
চাই নাকো এই ভোর , চাই নিশি নিঃঝুম।
থাকবো স্বপ্নে মগ্ন , ঘুমের দেশে নিমগ্ন -
বাস্তবে কেন ফিরে ম'রি ডুবি দুঃখ পারাবারে
কাছে পেয়ে আজ তোমা কে চায় হারাবারে ?
আঁধার রজনী ভরে আশার আলো জ্বলুক ,
চিনেছি ওগো অনন্যা,  তুমি আমার হারানো সুখ।