তোমার লীলা
বিশ্বজিৎ চট্টোপাধ্যায় (পুলক)


সারাটা বছর বৃথা কাটালাম কলমের সাথে আড়ি -
ভেবেছি অনেক তবু কাটাচ্ছি কাল কাগজ কলম ছাড়ি ।
প্রতিদিন ভাবি এবার আঁকব স্বপ্নের ছবিখানি -
যা কিছু রয়েছে মনের মাঝে রূপ পাবে সব বাণী ।
শুধু অলস ভরে রেখেছি ফেলে আজ নয় হবে কাল
কতকাল গেল পারি না বুঝতে কেন এমন আমার হাল !
হঠাৎ বর্ষ শেষের দিনে খাতাটি উঠিয়ে দেখি
অগোচরে কে গেছে লেখি আমার স্বপ্ন এ কী !
কোন সে সাধনে পটু তার চোখ পড়ল মনের কথা ,
মধুর হল বর্ষ শেষের দিবস ঢাকল অক্ষমতা ।