আ জ হল জানুয়ারীর পুণ্য ছাব্বিশে
         এদিন আমরা পেলাম বাঁচার নয়াদিশে ,
        শুধু নয় স্বাধীনতা সেষা গণতন্ত্রের শিরোপা
        লিখিত পঞ্জীবদ্ধ এক বৃহৎ  চলার অভিধা ;
         বিশ্বে র এক বৃহত্তম প্রজাতন্ত্রের ষ্বীকৃতি
        আর মর্যাদা পেল আমাদর সব অনুভূতিৄ  ।
       রাজেন্দ্রনাথ আম্বেদকরের চিন্তার ফসল
       সংবিধানে জাগালো অনন্ত  অসীম  বল;
        ধর্মে কর্মে শিক্ষায় দিল চিন্তার স্বাধীকার
         আর পেল সবে সর্বত্র সনান বিচাষ
        এইদিন পোঁতা হয়েছিল যে চিন্তার বীজ
        তাই আজ দিলসবে সবাধীনতার সরসিজ    ।
          ত্রিশে গড়া সেই সব সুন্দর  স্বপ্ন রঙীন
           সফলত পেল পঞ্চাশের এই ‘প্রজাতন্ত্র দিন’
          তাই এসো এই শুভদিনে একসাথে ভাই
        শুধু দেশজননীর বন্দনা আর জয়গান গায়