রোজ রোজ শুনি িতোমারই নানা কথা
রুদ্ররূপে তুমি াকি বিশ্বে রাখ ভীতির বার্তা
নানা দেশে নানা বেশে তোমার আগমন
নূতন করোনা রূপে তোমার এ ভীতি প্রদর্শন
ব্যর্থ হবে জেনো জানলে মোদের ইতিহাস
আমরা বাঙালী সদা মৃত্যুর সাথৃে করি পরিহাস
জানি তাই তুমিও শীঘ্র করবে মাথা ডাউনন
শেষ হবেনিভৃতআবাস আর এই লকডাউন ।
আবার চরিধারে বইবে খুসির ফোয়ারা


আবার বইবে হেথা বার্ষিক উৎসব ধারা