মাদার টেরেসার জন্মজয়ন্তীতে
গৃহহারা,মাতৃহার সর্বহারা যেসব শিশু ঘোরে পথে পথে
পথহারা সেইসব পথশিশুর যন্ত্রণা জাগে তব মনোরথে ।
তাদের আশ্রয় শুধু নয় ,সুষ্ঠু জীবনের করতে সমাধান
হে বিদেশিনী চাইল কেন জানিনা তোমারই সে ,মনপ্রাণ
মাতা নও তুমি তবু দ্বিধাহীণ চিত্তে হলে তুমি বিশ্বমাতা
বিশ্বের সকল দুঃখী মাতৃহারা আশ্রয়হীন শিশুর হ’লে মাতা ৷
জননী গান্ধারীর চেয়েও বড় তব মাতৃস্নেহে ভরা বুক
ভারতরত্না হে বিদেশিনী এনে দিলে’নোবেলে’র সেই সুখ;
আধ্যাত্মিক চেতনার দেশে এনে তুমি আধ্যাত্মিকতার আবেশ
তাই হে সন্ন্যাসিনী বিশ্বমাতা টেরেসা তোমায় কুর্নিস দেয় দেশ ৷