জানি রাত্রি অন্ধকারময়
          গোপনতার প্রতীক নিশ্চয়
          তবু  সেথা আছে কিছু শান্তি
         তার বুকে শুয়ে জীব হারায় ক্লান্তি ।
         কিন্তু কেন সেথা রক্তভুক ছুরিটা শানায়
         রাত্রির তমসাচ্ছন্ন গোপন গুহায়
         জানি সেথা সিঁদকাটে,মাতে হল্লায়
         যারা অন্ধকারে পথ হাতরায় ।
             তবুও মানুষ চায় রাত্রি
             কর্মক্লান্ত জীবনের পথে ফেরা
             যত সব দূর দূরান্তের যাত্রী  ।
             ওরা তবু নিজেরেহারায়
             রাত্রির নেশাধরা সুপ্তির ছায়
             আর যাদের জীবন ক্লেদাক্তময়
         সেও চায় হারাতে সব সংশয়
         রাত্রির বিশাল গোপনতায় ।
         ওগো অন্ধকারের যাত্রী
         তাই ব’লে সদ্য সদ্য ডেকোনা রাত্রি ৷(৮/১৯৬৪ )


………………………………………………………