কাল যে ছিল রোগশয্যায় আজ আর সে নাই
       এই অভিশপ্ত পৃথিবী হতে সে নিল িরবিদায়
      আমরা না কাঁদলেও তার শোকে প্রকৃতি কাঁদে ভাই
      তাইতো বারি ঝরে থমকে যাওয়া ঘোর বর্ষায় ৷
      বাংলার ছেলে ভারতর ঘরে ঘরে খেলে
      বীরভূম ধন্য তাকে এতদিন ধ’রে পেলে ৷
      ইতিহাসে নব চাণক্য সজাগ সমস্যা সমাধানে
     মন্ত্রীত্বের শুরুতে চমক ধ’রে হাজি মাসতানে ৷
     অধ্যাপক হল চিকিৎসকএকেএকে বহু মন্ত্রালয়ে
     রোগমুক্ত হল দেশের দশের লোক শয়ে শয়ে ।
     জনসেবাই ছিল আদর্শ আত্মসেবা কভূ নহে ।
      পুরস্কৃত হল পদ্মবিভূষণ,সেরা সদস্য সভার
      হলেন রাষ্ট্রপতি,পেলেন ‘ভারতরত্ন’পুরস্কার ।
      তবু সর্বশ্রষ্ঠ পুরস্কার চোখের জলে বিদায়
য়    আর মানুষর মনে সর্বদায় ভালবাসার ঠাঁই ৷