নদীটা শুকাতে বসেছিল
  তাতে হঠাৎ এলো স্রোত, বয়ে গেল রক্তধারা
   কার রক্ত! ঝরালোই বা কারা !
এ প্রশ্ন আজ মূল্যহীন ,অবান্তর
শুধু সত্যকে কর বরণ ,তাতে হও নির্ভর ৷
প্রশ্ন রাখ সভ্যতার কাছে
এ রক্ত মেখে ভূমি কি হবে আরও সরস
শুধু ধান,গম , আর আলু হেন সব্জী নয় ,
এখানে উৎপন্ন হবে শত শত গাড়ী ,
চোখধাঁধানো  নানা আকৃতির বাড়ী
দূর থেকে যা দেখবে ভূমিহারা চাষী ।
সৌভাগ্যবান  কিছু যুবা পাবে চাকুরী
অর্থবানদের হবে আরো অর্থ সঞ্চয়
লাভবান হবে তাদেরই আত্মীয়স্ববজন
তাদের পেশী সাম্রজ্যের হবে বিস্তার ৷
আর ভূমিহারা কৃষক প্রথমে গ্রাম থেকে
তারপর জগত থেকেই হবে বহিস্কার ।
এই রক্তের স্রোতে আসবে জোয়ার
সেই স্রোতে ভাসে যারা বারবার
তাদের তরেই নাকি চেষ্টা শিল্প আনার ৷
...............................................................