তারাশঙ্কর জন্মদিনে
বীরভূমের ভূমিপুত্র তুমি ছিলে জানি জমিদার
কথা ওকাজে তবু সাক্ষর রাখ দেখি মানবতার ৷
গ্রামের ছেলে নগরে গিয়েও গ্রামকে নিয়ে ভাবনার
নেইকো শেষ ,পল্লী উন্নয়ন সমিতির তাইতো বিচার৷
রবীন্দ্রের ভক্ত ছিলে,তবু শান্তিনিকেতনে ছিলে উদাস
কবির মুখোমুখি হয়েও করনি তব উচ্ছ্বাসস প্রকাশ
গাঁয়ের মানুষ কাছেপেলেই করনি লঘু গুরু বিচার
কুশলবার্তা শুনতে টেয়েছ সব চেনা অচেনার ৷
নগরবাসী হয়েও তুমি এসেছ প্রতিটি পূজায়
তোমার দানে পুষ্ট বহু ,যারা গূহহারা বন্যায় ৷
তোমার রচনায় দেখি বহু চেনা মানুষের ভীড়
সতীশ ,রাজেন,সীতারাম,রাসু,গিরিগোয়ালিনীর ৷
সেখানেই দেখি মঞ্জুরী,রাধিকা,কামিনী আরকালিন্দী
একসাথে ফেলছে পা কেষ্ট,শম্ভু করালী আর তারিণী
তোমার  অগ্রদানী সপ্তপদী ,রাইকমল,জলসাগর,বেদেনী
অনবিদ্য চরিত্র রচনার সাক্ষর আর কোথাও দেখিনি ।
তোমার পঞ্চগ্রাম,ধাত্রীদেবতা ও গণদেবতা  এই ত্রয়ী
তার মাঝেcধরা পড়ে দেখি সত্যের রূপ সেই অবক্ষয়ী ৷ ৷
তোমার গ্রামের মাটিতে জন্মে তোমায় নিয়েছি চিনে
তাইতো তোমার আত্মার শান্তি চাই তোমার জন্মদিনে ৷(১৪/৯)