আকাশের তলায় শুধু একখানি ল্যাম্পপোস্ট ছাড়া
আর কিছু বেঁচে নেই এই সন্ধেবেলা
জাহ্নবী ডাক দেয়, মৃত্যু কি সুবাতাস?
হরিৎ রঙ-ও ব্যর্থ কাঁচা - সজীবতায়!


আমাদের বেঁচে থাকা কোকেনে-চরসে
শব্দ তাই বোহেমিয়ান : বাচাল, বাতুল
হে আমার জীবনধারা, জাহাজ হও; চলো---
যতক্ষণ না গন্তব্য মন্দির ছোঁয়।


দিনে দিনে মরে যায় বসন্ত-পাখিরা
তুমি তবু বেঁচে থাকো, কোন কর্তব্যে?
উড়ে যাওয়া - ডানা মেলা, পরবাসী প্রাণ,
মৃত্যু হোক্ জীবননাম্নী সমস্ত গন্ধের


কতো রঙ-আলো প্রত্যহ ঝরে যায়
রমণী ধূসর হয়, অক্ষিগোলও ছাই
ফেরার তো পথ নেই, ঘুরে দাঁড়াবারও :
আমি তাকে ভালোবাসি স্বেদ-রক্ত-বিষে


নীল---আরও ঘন নীল পরাবাস্তবে
যারা এতো পার্থিব দাবিদাওয়া তোলে,
তারা কি মিথ্যাচার, মূর্খামি করেনা?


তারা তো মিথ্যাচার, মূর্খামি করেনা।