দীঘির পাড়েতে গিয়ে বসি,
সাদা বক - মাছরাঙা - উড়ে যায় যে কাক
স্বপ্নের মতো যেই ধানক্ষেত দেখে
একদা ওঁদের 'কারুবাসনা' জেগেছিল,
একদা ঘুম ভেঙেছিল কবিতায় - শিল্পে - সঙ্গীতে,
সেথায় বসেই আমি সিগারেট খাই---
এ আমার ঔদ্ধত্য বা অবজ্ঞা নয়...
এ আমার অসদুপায়ে অনধিকার স্বতন্ত্রতা।


দীঘির পাড়েতে গিয়ে বসি,
ঠোঁটে নিই সিগারেট আর আগুন জ্বালাই
লাল গোধূলির মতো ধোঁয়া ওড়ে সূর্যাস্তের বিপ্লবে -
নক্ষত্রের নাম লিখি ধুম্রকণায়,
জ্যোতিষচর্চা করি;
দেখি---
               কবে আসবে তুমি,
অথবা,       কখনো, হেম, আদৌ আসবে কি না!