মৃত্যু - ১


আমার মৃত্যু হচ্ছে প্রত্যেকদিন
শমিকাষ্ঠে আবেগ ও মন দিতেছি আহুতি


মৃত্যুর পরেও রোজ বেঁচে থাকতে হয়
কান্নার শপথ নিয়ে ঘৃণার আস্তাকুঁড়ে
হাসি দিয়ে ফোটাতে হয় ফুল,
নেভাতে হয় আলো:


এত অভিনয়ে নাক্ষত্র ক্লান্তি নামে
                          শ্রান্তি নামে...
তীব্রতম করি আর্তনাদ,
বিন্দু বিন্দু কষ্ট ঝরে শ্রমিকের ঘামের মতন।


এভাবে মৃত্যু হয় প্রত্যেকদিন
রাবণের চিতা তাই কখনো নেভেনা।



মৃত্যু - ২


জঘন্য মধ্যরাতে কুকুরের ডাক।
সিগারেটের ধোঁয়ায় আমার দমবন্ধ ঘর।


অর্ধতন্দ্রাচ্ছন্ন সুরের মতন
তোমার কথা মনে পড়ে, ঋ,
                      ঘুম পায়---


স্বপ্নহীন চোখের পাতায়
হেমন্ত ঠান্ডার মতো ভার নেমে আসে,


প্রেমের অক্ষমতা - দৈববাণী অয়দিপউস চেতনে


স্মৃতির ফাঁসেই ঝুলে আত্মহত্যা করি;
ছায়ারাও ক্রমশ জটিল হতে থাকে