প্রতিদিন একই পথে নিত্য করি গমন
একে একে সবই পিছনে পড়ে যায় কেমন
নদীর নিত্যবহমান গতির কলকল স্রোতের
বিপরীতে
দাঁড়িয়ে থাকা খুবই কঠিন হয়ে পড়ে আপন শক্তিতে।
একইকথা বারবার কেমনএকঘেয়েমি গতানুগতিক
চারিদিকে ব্যস্ত মুখর সময় প্রতিধ্বনি  দিগ্বিদিক।
ভীষণ সুন্দর কিছু কল্পনার তরীতে ভেসে আসে
পাতার মর্মর ধ্বনি শুনতেপাই আলতো বাতাসে।
জীবন প্রকৃতির সাথে মিশে যায় সূক্ষ্ম ধূলিকণাতে
অনু-পরমানুর বিপরীতধর্মী আকর্ষণে আবার নতুন অস্তিত্বে।
-------------------------------------------


17/01/2020
বহড়ু,দক্ষিণ 24 পরগনা,জয়নগর।