---অবহেলায় অনাদরে----
বিশ্বরুপ


পথের পাশে পড়ে ছিল অসহায় একটি ফুল,
নিষ্ঠুর পরিণতির স্বীকার কেন এমন ভুল!


ঈশ্বরের চরণে মাথা কুটে ব্যর্থ হয়ে ফেরে;
চোখেরজলের বিনিময়েও নবাঙ্কুর আসেনা কোড়ে।


মাতৃজঠোর পায় না তৃপ্তি,নিঃসন্তান বলে;
অসহায় শিশু কাঁদছে মাটিতে মা মা বলে ।


খোলা আকাশের নীচে জীবন যুদ্ধ প্রকৃতির সাথে হয়,
বাহ্যিক বিপদ তুচ্ছ হয়ে যায় মৃত্যু তাকে পায় ভয়!


বিধাতার এই কি খেলা দুনিয়ার খেলা ঘরে;
লালসার ফসল পড়ে আছে ধরায় অবহেলায় অনাদরে।
==================
01/02/2020
বহড়ু