বাস্তবতার জীবন্ত মুহূর্তগুলো
শূন্যতার মায়াজালে
অদৃশ্য হাতের সংকেতে
জটিল অঙ্কের অন্তরালে নজরবন্দী।
স্বচ্ছ আলোকরশ্মি হারিয়ে যায়
কঠিন সোপানে,
পুঞ্জীভূত সত্যের প্রতিমূর্তি
দ্রবীভূত জীবনের জটিল রাসায়নিক জীবনচক্রে।
উড়ন্ত পাখির আপন ডানায় নির্ভরতা
আর রাতজাগা অনুভূতিগুলো,
শুকায় তপ্ত চড়া রোদে।
গতানুগতিক জীবন স্রোতের বিপরীতে
নির্ভীক মেরুদন্ড কোথায়?
ধর্মকে ঢাল করে বারংবার...
শোণিত রক্তে রঞ্জিত অভিশপ্ত জনপদ।
শ্রেষ্ঠত্বের সিংহাসন দখলে
মহোৎসব অবিরত,
অপপ্রচার আর বিজ্ঞাপনের ঘনঘটায়
ঘাটতি নেই এতটুকু!
প্রমাণ যুক্তি মুঠোয় বন্দী
লোভাতুর সম্পদ ভোগীর লাল চোখের ইশারায়।
মাখনের মধ্যে ছুরি চালায়
কিছু অদৃশ্য হাত।
অন্ধকার আবরণে আপাদমস্তক মোড়া।
অপরিসীম প্রচেষ্টা ও প্রতিযোগিতার জন্য যত ব্যস্ততা!
চারিদিকে অজস্র পন্ডশ্রম
আর দাম্ভিক কুমিরের রণহুংকার !
    
         ************