আমি এক জোড়া হাত চাই,
বিশ্বস্ততা হবে সে হাতের মূল উপকরণ
আমার সকল দুঃখ-কষ্ট, সকল যন্ত্রণা যে হাত- আঁকড়ে ধরবে পরম যত্নে।


সে হাত হবে অবিন্যস্ত গুচ্ছের আদুরে চিরুনি
হবে, আকাশ সমান বিশাল যেন-
সে হাতের আলিঙ্গনে আমি আবদ্ধ থাকি আমৃত্যু।
ও হাত হবে আমার আয়না,
আমার বাঁকা টিপ পাবে সঠিক স্থান
ও হাত ধরেই মিটবো আমার সকল বায়না।


আমার চোখ যুগল হতে যেই মাত্র ঝরে পড়বে নিঃসঙ্গ
ব্যাকুল হয়ে সে হাত হবে আমার বেগুনি রুমাল।
ও হাতে থাকবে জানি নির্ভরতা,  
অথবা, সে জোড়হাত হবে তোমার।


আমি তোমার ওই দু'হাত চাই।
যে হাতের কনিষ্ঠ আঙুলে আঙুল রেখে পাড়ি -
দেবো সহস্র পথ। জ্যোৎস্না স্নানে মত্ত হবো
আমি তোমার হাত ধরে, তোমাকেই আঁকড়ে।


আমি এক জোড়া খুব বিশ্বস্ত হাত চাই,
প্রিয়তমা,  আদতে আমি তোমাকে চাই।


-------------*****-----------
04/12/2019
বহড়ু, দক্ষিণ 24 পরগনা জয়নগর