আমি ভেবে হয়েছি কত অবাক!
লোকটা নাকি ভালো চাকরি করেন,
প্রচুর টাকা মাহিনা পান-
কিন্তু ওনার ভীষণ দেমাক!
সবার সাথে ভালো করে কথা বলেন না,
উনি খুব বড়লোক কিনা!
উনি মস্ত বড় একটা বাড়িতে থাকেন,
বাড়িতে ওনার কত কাজের লোক ঝি চাকর দারোয়ান ড্রাইভার আরও কত!
ওনার পা মাটিতে পড়ে না,
দামী মার্সিডিজ গাড়িতে ওনার যাতায়াত!
সকাল সন্ধ্যা কত মানুষ ওনাকে সেলাম ঠোকে!
সাজপোশাকে কথাবার্তায় সব সময় হাইফাই,
বিশাল ব্যাপার আর কি!
মোটের উপর ওনার সব কিছু এক্সপেনসিভ
মানে দামী!
বছরে চারবার বিদেশ ঘোরেন-
ব্যাঙ্ককক্, দুবাই, লণ্ডন ফ্লাইটে ওড়েন।
উনি মাসে দুবার অ্যারিস্টোকেট বারে যান
মজা লুটে, আনন্দ ভাসেন
তারপর রাত গভীর হলে
মদ খেয়ে বাড়ি ফেরেন।
ড্রাইভার ওনাকে ধরে শোবার ঘরে পৌঁছে দেয়।
এই হল আজকের দিনের হাই সোসাইটির কিছু
কিছু ব্যতিক্রমী হাল ফ্যাশন!
উনি হলেন ভদ্রলোক
বাকিরা সবাই------?
সাধারণ মানুষের সাথে উনি মেলামেশা করেন না।
ওনার মুখে দামী সিগারেট,
ওনার চলাফেরা ও স্টাইল ভীষণ ডেকরেটেড্।
পরনে দামী সুট-কোট-টাই--
কারণ উনি হলেন হাইফাই।
যার কারণে সামাজিক জীবনে এসেছে অবক্ষয়।
হায় রে বিধি এই কি মানুষের পরিচয়!
পৃথিবীর রঙ্গমঞ্চে আমরা সবাই করি কত অভিনয়!
রক্ত মাংসের এই দেহটা নিয়ে কিসের এতো গর্ব ?
জীবন যুদ্ধে কখনও অপরকে কেন করি খর্ব ?
সুন্দরএই সাজানো প্রকৃতিই আমাদের সংসার!
নিষ্ঠুর পাষাণ হৃদয়ে কেন এত অহংকার!!!
---------------------------------------------
।। বি:দ্র: - আমাদের সমাজে এই ধরনের কিছু কিছু  ব্যক্তি আছে যারা এইরূপ জীবন যাপন অভ্যস্ত, বিশেষ করে এরা অন্যান্য দের অত্যন্ত নিচু নজরে দেখে এবং আচরণে অহং প্রকাশ করে। আমার বাস্তব জীবনে এমনই অভিজ্ঞতার প্রয়াস মাত্র। তাই বলে সবাই এমন প্রকৃতির নয় । আমার উদ্দেশ্য সচেতনতা ।।
------------------------------------------
27/02/2020
বহড়ু