আজ থেকে পঁচিশ বছর পর
যখন এই আমিটা পৌঁছে যাবো বার্ধক্যের ঘর,
কাঁপু কাঁপু হয়ে যাবে আমার কন্ঠস্বর
বলতে গিয়ে গুলিয়ে ফেলবো
চলতে গিয়ে হোঁচট খাব
সবার কাছে অপ্রিয় হব
তখন কি সেই আমিটাকে বাসবে ভালো?


আজ থেকে পঁচিশ বছর পর
সাধের চুলে পাক ধরবে,
দু'একটা দাঁত পড়ে যাবে
চোঁখের নিচটায় কালি পড়বে,
মুখের চামড়া কুঁচকে যাবে
দৃষ্টি শক্তি কমবে হয়তো,
সুগারটাও বেড়ে যাবে
বাতের ব্যথাটা বাড়বে
যন্ত্রণায় ছটফট করব হয়তো,
তখন কি সেই আমিটাকে বাসবে ভালো?


আজ থেকে পঁচিশ বছর পর
তোমায় নিয়ে কাব্য লেখার মিলবে না প্রহর,
চুলের ঘ্রাণে মাঝরাতে ঘুম হয়তো ভাঙ্গবে না
ঝগড়াটাও ঠিকমতো আর জমবেনা
আপন ঘরে হই যদি যাযাবর,
তখনো কি সেই আমিটাকে বাসবে ভালো?


-------------**********-----------
বহড়ু, দক্ষিণ 24 পরগনা, জয়নগর।