অনেক চেষ্টা করেও ছেলেটা পেল না উচ্চ ডিগ্রি,
যেটুকু বিদ্যা ছিল ঘটে তাই দিয়ে সে চেষ্টা করেও পাইনি কোনো চাকরি!
পাড়ার মোড়ে চায়ের দোকানে
আড্ডা দিয়ে সময় পেরিয়ে যায়,
পাড়ার কাজে বিপদে আপদে সবাই তাকে চায়।
এক ডাকেতেই সবার আগে পৌঁছে সে যায়।
গভীর রাতের অসুস্থের সেই একমাত্র  সম্বল !
যে ছেলেটাই দাঁতে দাঁত চেপে মনেতে যোগায় বল।
বেকার বখাটে এই ছেলেটার হাজার যন্ত্রনা নিয়ে,
সমাজের বুকে পড়ে থাকে অবহেলায়  মাথা নুয়ে।
রাত্রি ও দিনই প্রতিটি ক্ষণ তার সমান অনুপাত!  
তার জীবনের ব্যর্থতার গ্লানি মনের নিরবে অশ্রুপাত।
সকলের তরে বিবেকের টানে এই  সুযোগ্য মন,
অন্ধকারে নিমজ্জিত অতি হতভাগ্য জীবন।
---------------
28/09/2020
বহড়ু, জয়নগর