কত কেঁদেছি মোর দৈন্যতায় হে ভগবান
দয়া করে দাও কিছু আশিষ দান।
ভগবান কহিলেন - আজ তোমাতে করিব
সহস্র সুবর্ণ মুদ্রা দান,
যদি এখনই কর কেটে
তোমার একটি অঙ্গ দান।
একি অমঙ্গলের দৈববাণী শোনালেন প্রভু,
এ জীবনে জ্ঞানত অপরাধ করিনি কভু ।
অঙ্গ ছেদন করিলে কেমনে রক্ষা পাইবে সংসার,
কর্ম হীন জীবন যাপন হবে যে অসাড়।
ঈশ্বর কহিলেন - এ জগতে তোমার মত
সবাই পায়নি সব অঙ্গ অক্ষত।
সবই  তো তোমার আছে, নয় কেন খুশি?
কর্মের মধ্যে আছে আনন্দ সুখ ও এক মুঠো হাসি ।
মিথ্যা মায়ার সংসারে মোরা গৃহবাসী
দুঃখকে জয় করে মুখে আনতে হবে হাসি।


-------******--------