অলিক ভাবনা


কলমে-------বিশ্বজিৎ মারিক


ওরা তোমায় কেমন চোখে
দেখে মনে মনে
সেই কথাটা শুনে অবাক
হওয়ায় নেইকো মানে।
লোকের কথা ভেবে তুমি
দুঃখ কেন পাবে ?
তোমার সুখে কিম্বা দুঃখে
ওরাকি সমব্যথী হবে?
তোমার ভালো করার চেষ্টায়
ওদের নেইকো হাত
তোমার বিপদ আসলে তেড়ে
ওরা দেখায় অজুহাত ।
আপন লক্ষ্যে এগিয়ে চল  
লোকের কথা থাক
তোমার সুখের দিনে পেটাবে
ভুয়শী প্রশংসার ঢাক।
আলোর খোঁজে জীবন পথে
আসবে অনেক ঘাত
সাহসী মনে দুর্গম পথেই
কাটবে গভীর রাত।
লক্ষ্য যদি সঠিক থাকে
পৌঁছে তুমি যাবেই
যতই নিন্দা করুক ওরা
আলোর পথটা পাবেই।
----------@@@@@--------


বহড়ু, আলিপুর, জয়নগর।