আমার অফিস সকাল নয়টায়
তাই ঘুম থেকে উঠতে হয় সকাল পাঁচটায়,
উঠি উঠি করে আমার ঘুম ভাঙল সকাল ছয়টায়,
সকালের প্রাতক্রিয়া-
ব্রাস করা, স্নান ও সাজপোশাক
পরতে পরতে সাড়ে ছয়টা।
ঘড়ির দিকে একবার তাকিয়ে
নিয়ে গৃহিনীকে বললাম-
টিফিনটা তাড়াতাড়ি গুছিয়ে দাও ?
ট্রেন মিস্ হয়ে যাবে যে!
প্রচণ্ড কাজের চাপে,
গজ গজ করতে করতে বলে-
টাইমের জ্ঞান নেই যার,
ঘুম ভাঙতে বাবুর দেরি হয়,
আধঘণ্টা আগে থেকে উঠলে,
কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যায়?
বেশি কথা বাড়িও নাতো?
এই তো আমি রেডি হয়ে গেছি
তাড়াতাড়ি সবকিছু গুছিয়ে দাও দেখি।
এমনই আমার নিত্য দিনের রোজনামচা
প্রতিদিন চলে এইরুপ বচসা।
সুখদুঃখ হাসিকান্না নিয়ে
এই আমার ছোট্ট জগৎ
ভালো লাগা ভালবাসার ছোট্ট পৃথিবী।
সন্ধ্যা নামে যখন দিবস অন্তীমে
ক্লান্ত দেহে ফিরি আমার ছোট্ট স্বর্গধামে।
চাতক পাখির মতো চেয়ে থাকে,
ছোট্ট একটি কচি মুখ!
মিষ্টি একটা শব্দ ভেসে আসে কানে
দেখ না সোনা আমার শগড়ি হাত
তোমার বাবা বুঝি এসেছে ঘরে।
   -----------------
24/01/2020
বহড়ু