আমি বাংলায় কথা বলি
      আমি বাংলাকে ভালোবাসি;
এই বাংলা আমার মাতৃভাষা
        বাংলায় কাঁদি হাসি।
বাংলার আকাশে বিশ্বকবি রবীন্দ্রনাথ,
        বিদ্রোহী কবি নজরুল;  
ধন্য আমি গর্বিত আমি
     আমি বাংলাতেই মশগুল।
এমন সুধামাখা মধুর সঙ্গীত
         বাংলাতেই খুঁজে পাই,
বরেণ্য মান্না-হেমন্ত-সন্ধ্যার
        গানেতে মন মাতাই।
বাংলা আমার হৃদয়ের প্রেম
        প্রিয় কবিতার ছন্দে,
বাংলা আমার রক্তে মিশেছে
       প্রেরণা ঐ জীবনানন্দে।
সমগ্র বাঙালির বুকের মধ্যে
        শুভ ২৩শে জানুয়ারি;
রক্তের বিনিময়ে স্বাধীনতার দাম
         সেকথা ভুলতে পারি!
বাংলা আমার জীবনের ভাষা
       বাংলা বাঁচার প্রেরণা,
বিশ্ব বরেণ্য স্বামীজির বাণীতে  
       দেখি আলোর ঠিকানা।
বাঙালির ঘরে কতনা উৎসব
       আনন্দ খুশিতে ভরা,
এই বাংলাই ছিল পথপ্রদর্শক
       অতীত কেন অধরা।
শস্য শ্যামলা বাংলা ভূমিতে
        সোনার ফসল ফলে
এযে অন্নপূর্ণা অপার করুণা
        তৃপ্তি অন্ন জলে।
-------------------------
25/02/2021
বহড়ু জয়নগর দক্ষিণ ২৪পরগনা।