--আমার প্রিয় স্বরলিপি---
             বিশ্বরুপ


সেদিন ছিল ভরা পুর্নিয়া রাত
তুমি প্রেমের মাধুর্য নিয়ে
একগুচ্ছ রজনীগন্ধার সৌরভ ছড়িয়ে  
আমার সম্মুখে এসে দাঁড়ালে!
অবাক বিস্ময়ে মুগ্ধ নয়নে
তোমাকে অনুভব করলাম।
তুমি আবছা আলোয় আলতো ছোঁয়ায়
আমাকে একমুঠো জ্যোৎস্না নিয়ে
স্বাগত জানিয়ে ছিলে।
আমি তখন আলোর তৃষ্ণা মেটাতে
ছুটে গেলাম  খোলা আকাশের নীচে!
কত চিৎকার করে ডাক দিলাম তোমার নামটি ধরে
বললাম ফিরে এস ।
অনেক ডাকলাম, তুমি কিন্তু এলে না!
ধীরে ধীরে পূর্বদিগন্ত লাল হল
জনসমুদ্রের মাঝে তুমি হারিয়ে গেলে।
অপেক্ষায় থাকলাম ।
তুমি শান্ত নিরবতায় দিবস অন্তীমে
যখন আবার ফিরে আসবে ।
একমাত্র তুমিই বুঝতে পারো
আমার অন্তরের অনুরাগটাকে।
কত রাত্রি তোমার জন্য ভেবে ভেবে পার করেছি
ঘুম নেই চোখে,
তুমি অনেকটা সময় চুরি করে  নিয়েছিলে
আমার খেয়ালী ছন্নছাড়া জীবন হতে ।
মনে হয়েছিল তোমাকে জড়িয়ে ধরি,
কিন্তু পারলাম না কারণ যদি আবার হারিয়ে যাও!
এইটুকু অনুভূতি নিয়ে আমি তোমাকে
আবার হয়তো দেখতে পাবো!
তুমি ছিলে আমার সখের খেলনাবাটি।
কত আদরে, পরম সুখে,ও আনন্দে তোমাকে লালিত পালিত করেছি।
আমি তোমাকে অনুভব করি
অনন্ত আকাশের শয্যায় স্বপ্নের আবেশে ।
অফুরন্ত বাতাসের সাগরে ডুবে থাকি
শুধু  তোমার প্রেমের স্পন্দন ধ্বনি শুনবো বলে।
তোমার সাথে আমার এই সখ্যতা
সেই  কৈশোর ও যৌবনের মধ্যলগ্নে ।
তখন তুমি ছিলে চঞ্চলা আনমনা
কত সহজ সরল!
আজ তুমি তো পরিপূর্ণ !
তোমাকে পেয়েছি অত্যন্ত গভীর ভাবনায় উপলব্ধিতে।
আমার প্রিয় স্বরলিপি
আমার শব্দের মিছিলে
কালো অক্ষরের একমাত্র প্রেরণা।


***************
   ***********
      *******
        ****
          **
19/06/2020
বহড়ু দক্ষিণ ২৪ পরগনা জয়নগর।