আমি পশুর মতো মরতে চাই না
ভালোবাসার আগুনে পুড়তে চাই।
আমি নিঃস্ব রিক্ত গরীব হয়ে মরতে চাই না
আমি সকল হৃদয় মন্দিরে প্রেমের স্পর্শে বাঁচাতে চাই।
যারা হিংস্রতা আর লালসার আগুনে অসহায়কে পোড়াতে চায়,
আমি তাদের বর্বরতাকে ঘৃণা করি আমি তাদের ধ্বংস চাই।
মানুষের বেশে ছদ্মবেশ আর চলবে না কোনো অভিনয়
ওরা জ্যান্ত চিতায় পুড়িয়ে মারে ওদের হারিয়ে করব জয়।
তোমরা টাকার জোরে, ভয় দেখিয়ে ক্ষমতার সিংহাসন বসতে চাও,
মানুষ বোঝে এটা জেনেও তবুও কেন লোক ঠকাও।
বুজরুকি আর ধান্দাবাজীতে চালায় যারা চোরা কারবার,
শক্ত হাতে আইন করে তাদের পাঠাও পগারপার।
শিক্ষা নিয়ে ব্যবসা করে যাদের এখন পৌষ মাস,
সুযোগ বুঝে আইনের ফাঁদে করো তাদের হাজতবাস।
যারা হল্লা করে দাঙ্গা বাঁধায় ওরা সমাজের শয়তান,
ওরা স্বার্থান্বেষী সুবিধাভোগী গোষ্ঠীদ্বন্দ্বে আগুন লাগান।
আমি গাধার মতো বহিতে চাই না আর ওদের পাপের বোঝা,
মুখ বুজে যারা সহ্য করে ওরা নয়তো অতি নগণ্য অতি সোজা।