'আমি নারী'
----------   বিশ্বরুপ


দুটি অক্ষরের সমন্বয়,আমি 'নারী'
পুরুষদের কাছে কখনো প্রিয়তমা,কখনো মা,
কখনো বোন,কখনো বা পতিতা।
আমি সেই 'নারী',
নারীদের নিজস্ব ইচ্ছে থাকতে নেই,
থাকতে নেই নিজস্ব স্বপ্ন,
নারীরা নাকি ছলনাময়ী,
কিন্তু এই ছলনাময়ীকে ছাড়া
পুরুষদের জীবন আলোহীন ল্যাম্পপোস্টের মতোই।
আমি 'নারী'
নিজের ইচ্ছেগুলো মাটিচাপা দিয়ে হলেও
অন্য কারও ইচ্ছের মূল্য দিতে জানতে হয় আমাকে।
সাংসারিক টানাপোড়েনেও নিজেকে অটল রাখতে হয়,
দাঁড় হতে হয় সংসার নামক নৌকায় পুরুষ নামক মাঝির।
আমি 'নারী'
মাঝে মাঝে নিজেকে
গৃহপালিত জীব ছাড়া কিছুই মনে হয়না,
নিয়মের শিকলে যেনো
চার হাত-পা বন্দী।
ভুল করে অনিয়ম হলেই তাতে যেনো খুব পাপ,শাসন,আরও কত কি!
হ্যাঁ!
আমি 'নারী',
বাবা মায়ের রাজকন্যা থেকে
কারও ঘরের ঘরনি,
নয়তো,
জীবনের তাগিদে,
বাস্তবতার নির্মম পরিহাসে
কয়েক টাকায় কেনা,
সস্তা কোনো দাসী।
মিথ্যে হাসির আড়ালে
কষ্ট চাপা দিতে জানতে হয় আমাকে,
আমি সেই 'নারী'
অবহেলিত,লাঞ্চিত,ঘৃনিত 'নারী'।
এত কিছুর পরেও
বিধাতার নিয়মের কাছে
আমি শ্রেষ্ঠ সম্মানিত,
হ্যাঁ!আমিই সে, 'নারী'
যাকে ছাড়া এ জগত সংসার
বিকৃত,বিকলাঙ্গ ও অপূর্ণ,
'নারী' ছাড়া পূর্ণতার কথা ভাবা
হয়তো নেহাৎ ঠাট্টার মতো।
===============
13/02/2020
বহড়ু, জয়নগর।