কালকে ছিল যে ভিক্ষারী
             আজকে সে রাজা;
প্রাচুর্যের পাহাড়ে শুয়ে বলে
              জীবনটা কি মজা!


এই নেশাতেই মজে আছে
            আবাল-বৃদ্ধ-বনিতা;
নেশার খেলা সাঙ্গ হবে
           অন্তীমেই সেই বার্তা।


মাটির বুকে জন্ম নিয়ে
             মাটিকে ভাগ করে;
মায়া মমতার বাঁধন টুটে
             হৃদয় শূন্যতায় ভরে।


প্রেম শূণ্য প্রাচুর্যের আড়ালে
               শয়তান বাসা বাঁধে ;
দম্ভে ভরা স্বর্ণের প্রাসাদ
             গুমরে গুমরে কাঁদে।


প্রার্থিব সম্পদ অলিক মায়া
              মুগ্ধ নয়নে সান্ত্বনা
অপ্রার্থিব প্রেম অমূল্য সম্পদ
               জীবনে শেষ হয়না।


   💗💚💙💛💗💙💚💛  
21/03/2021
বহড়ু জয়নগর দক্ষিণ ২৪পরগনা