----------------------
অনুরাগের অর্ঘ্য  
বিশ্বজিৎ মারিক  
***************


মাগো ধন্য আমি জন্মেছি যে তোমার কোলে
হৃদয় মাঝে সুধা ভরা স্নেহের ছায়ার তলে।
এইপৃথিবীর অজস্র সম্পদ হতে যেটুকু পেয়েছি কণা
আমৃত্যু তা সোহাগভরে স্মরণ করে ভুলিবো যন্ত্রণা।


তোমার কাছে পেয়েছিলাম আমি প্রথম যে শিক্ষা
আজ যতটুকু সম্পদ কুড়িয়েছি তার দেব পরীক্ষা।
অন্তর মাঝে যতটুকু ছিল জ্ঞানের ক্ষুদ্র কণা
আজ নিবেদন করি তব চরণে পাব যে সান্ত্বনা।


এই ধরনীর অজস্র পাঠশালায় শিক্ষার অভাব নাই
সারা জীবন শিখতে হবে তাই যতটুকু কুড়িয়ে পাই,
দুহাত বাড়িয়ে আশিষ নিয়েছি যা রাখি সঙ্গোপনে
ভক্তির অর্ঘ্য নিবেদন করি  মাগো তব চরণে।


ঐ মাটির মূর্তির  শামা মায়ের অন্তরের যে রুপ
মোর জ্যান্তমায়ের মধ্যে দেখি সেই স্নেহময় স্বরুপ।
আঁখির জলে ধৌত করি মনের সকল পাপ সমর্পণে
ভক্তিভাবে অঞ্জলি করি শামা মাকে পুষ্প নিবেদনে।


----------****************---------
     ----------***********----------
           ----------******---------
                 -------***-------


28/10/2019
বহড়ু, দক্ষিণ 24 পরগনা, জয়নগর।