কলমে-------বিশ্বজিৎ


অপরাধ দৃশ্যে ব্যথিত মন
ধৈর্য্য ধরতে পারেনা
অন্যায়ের সাথে আপোস করতে
মনযে সায় দেয়না।


গভীর অসন্তোষ জমছে অনেক
মুক্তির আলো রুদ্ধ;
নিরিহ মানুষও মরছে অনেক
ঘটছে গৃহ যুদ্ধ।


ক্ষমতা আর রোষের অনলে
পুড়ছে কত মানুষ!
বিয়োগ ব্যথায় কাঁদছে বসে
নাইকো কোনো হূষ।


অসহায় মানুষের কাতর যন্ত্রণায়
বাতাস হয়েছে ভারী
বুলেটের আগুনে ঝলসে গেছে
প্রাণটা নিয়েছে কাড়ি।


অপরাধীরা চোখে ধূলো দিয়ে
লুকিয়ে থাকে যদি!
আর কতদিন বহিবে তাহলে  
রক্তে রঞ্জিত নদী!


--------------নমস্কার----------