প্রেম----
অনুভূতির স্পর্শটা এতই গভীর যে
ভালো লাগা স্মৃতিকে ধরে রাখার জন্য
অনন্ত অপেক্ষা ।


ভোগ----
উপলব্ধিতে অনেকটা দূর্বদ্ধ হয়তো
রসনার তৃপ্তি ভাবনায় স্বাদে ভরা,
স্বপ্ন ও কল্পনার জগতে তার খুব ভাব।


সময়----
কত সময় হারিয়ে যাচ্ছে তাই
বাল্য, কৈশোর, যৌবন ও বার্ধক্য এইটুকু সময়ে
খুঁজি শধুই এক বিন্দু সুখের অপেক্ষায়!


অর্থ---
মানসিক ও শারীরিক সংমিশ্রণের ফসল
অপেক্ষা শুধু একটি মাসের উপার্জন,
নাম-যশ-খ্যাতি-প্রতিপত্তি সবই
অর্থের জন্য অপেক্ষা।


ধর্ম---
সামাজিক কিম্বা ধর্মীয় উৎসব,
কিম্বা কিছু আচার অনুষ্ঠান প্রতিফলন ঘটে,
নির্দিষ্ট কিছু তিথি নক্ষত্র মেনে
বাস্তবিক সেও যে সময়ের অপেক্ষা।


প্রকৃতি-----
এই মহাশূন্যের সৃষ্টির পরিসমাপ্তি ঘটবেই
ভয়ঙ্কর ভাবে সেও যে নিঃশ্চিত!
অনন্ত সময়ের অপেক্ষা।


জীবন----
তবু ও সব ভুলে সুন্দরের অপেক্ষায় থাকি।
বেঁচে থাকার জন্যই কি শুধু বেঁচে থাকা?
এখনও অনেকটা পথ বাকি
করতেই হয় তোমার অনুভূতির স্পর্শের অপেক্ষা।


---------------*********-------------


27/10/2019
বহড়ু, দক্ষিণ 24 পরগনা জয়নগর।