তোমার অপেক্ষায় সময়ের স্রোতে ভাসি
তুমি আসবে বলে  ছিলাম অপেক্ষায়
নীল শাড়িতে খোলা চুলে কপালে লাল টিপ পড়ে
এই সাজেতেই তুমি আসবে একদিন।
হঠাৎ একদিন  সন্ধ্যাবেলায় দেখলাম চলন্ত বাসে
বসে আছ তুমি আপন মনে।
মনে হল চিৎকার করে বলি
নেমে এস বাস থেকে তুমি,
কিন্তু কেন যেন মনে হল এভাবে ডাকা হয়তো অনর্থক।
অপেক্ষায় থাকি কবে আসবে সেই দিন!
কত প্রহর পেরিয়ে যায় তোমার কথা ভেবে
দিনের শেষে ভাবি দেখা হবে কবে?
ঘন কালো মেঘের আনাগোনা আর বিদ্যুতের আলোর ঝলকানি পড়ছে ঐ বারান্দায়
বড্ড আকর্ষণীয় লাগছিল তোমার ঐ রাঙা মুখখানি
বৃষ্টি ভেজা সকালে ভিজে চুলে দাঁড়িয়ে ছিলে তুমি
আর একদিন  ছিল ভীষণ গরম ক্লান্ত হয়ে ফিরছিলে বাড়ির পথে
হেঁটেই ফিরছিলে আমারই সাথে
কিন্তু তোমার ঠোঁটের ফাঁকে ছিল দুষ্টহাসি
সেদিন ছিলে তুমি আমার অনেক কাছে পাশাপাশি।
ক্রমশ----