শ্রম করেই
জীবন চলে
নয় তা মূল্যহীন,
সুখের ভাগ
সবাই চায়
দুঃখে উদাসীন।
জীবন বলে
মসৃণ পথে
এতটুকু সুখ,
দিনের শেষে
সন্ধ্যা নামিলে
কালোয় ভরে মুখ।
আঁধারের বুকেই
আলো ফোটে
আনন্দে চোখে জল
অলস জীবন
কপাল ঠোকে
বলে এ কর্মফল।
সময়ের স্রোতের
বিপরীত মুখে
লড়তে সবার হবেই,
অদৃশ্য সুতোয়
বাঁধা রয়েছে
ঠিকানা খুঁজে পাবেই।
আর কতদিন
রবে উদাসীন
এবার তবে জাগো,
বিবেক চেতনা
জাগ্রত করতে
কৃপা করো মাগো।
_____________