অনেক না বলা কথা জমে থাকে
মনের মধ্যে গভীরে,
অনেক আশা একান্তে ধরে রাখে
সকল হদয় অন্তরে।


জীবনের স্বপ্ন অধরাই রয়ে যায়
এই কঠিন বাস্তবতায়,
হেমন্তের শিশিরসৃক্ত পাতায়
এঁকেছি কত আলপনায়।


মনের যে চিত্রপটে স্বপ্ন আঁকা ছিল  
আর কিছু কল্পনা,
প্রেম বিরহের দোঁহে টেনে নিল
অসহ্য মনের যন্ত্রণা।


রিক্ত ঝরা পাতার মর্মর ধ্বনি
শুনি আলতো বাতাসে,
বিনিদ্র রজনীতে কান পেতে শুনি
অভুক্ত ক্রন্দন ভাসে।


অজস্র আবর্জনায় পূর্ণ স্রোতসিনী
অশান্ত কল্লোলিনী,
উত্তপ্ত লার্ভার মত অপ্রতিরোধ্য অগ্নি
জমছে এই ধরনী।


কালের গহ্বরে হারিয়ে যেতে যেতে
রুদ্ধ কঠিন পাথরেতে,
সময়ের সাথে নশ্বরদেহ লীন হতে
চেতনা মিশেছে মৃত্তিকাতে।


ধরনীর সে ক্রন্দন বুকে বাজে নাকি?
নিরন্তন হাপরের মতো,
ঘুম নেই চোখে শুধু জেগে থাকি
লেখনীতে করেছি ক্ষতবিক্ষত।
--------------------
23/10/2019
বহড়ু, দক্ষিণ 24 পরগনা, জয়নগর