ভীষণ অসুস্থ মন নিয়ে
ধুকপুক করে বেঁচে আছে ---
কত অসহায় অগণিত মানুষ।
পৃথিবীর জঞ্জাল সাফ করার কাজে
ব্রতী নিয়েছিলো যারা--
তাদের শ্বাসরোধ করে
টুঁটি চেপে ধরে ---
যত পাশবিক প্রবৃত্তির কিছু অমানুষ!
চোখে জ্বালা ধরে,
হৃদয়টা দুমড়ে মুচড়ে হয় খান খান।
একমুঠো শান্তির বাতাসে
নিশ্বাস নিয়ে ওরা বাঁচতে দেবে না!
ঠিকমত চলতে গিয়েও
শক্ত পাথরে ধাক্কা খায় অবচেতন মন।
ওরা ভালোবাসার নাটকটা মঞ্চস্ত করে বেশ।
রাতে ঘুম নেই
চোখের পাতা ভিজে যায়
দুশ্চিন্তার কালো ধোঁয়ায়।
তবু বেঁচে থাকতে হয়--
নতুন স্বপ্ন দেখার আশায়।
____________
রচনাকাল ২৩ শে অক্টোবর ২০২১।
বহরু জয়নগর।