জন্ম দিয়ে ছেড়ে গেলে
মাঝ দরিয়ায় ফেলে,
কেন তবে এমন তরো
ভালোবাসার স্পর্শ দিলে।


আমি না হয় অবোধ শিশু
তোমার কাছে নগণ্য,
তোমার আকাশ আলোয় ভরা
আমিতো অন্ধকারের জন্য।


পারো না তুমি ক্ষমা করে
বুকে টেনে নিতে,
আজও তুমি আগের মতন
সুপ্ত আছ হৃদয়তে।


আকাশের ঐ রামধনুর রঙ
তোমার চোখে পেয়েছি,
সাত সমুদ্র তেরো নদীর
আনন্দ স্রোতে ভেসেছি।


আজকে তুমি কোন অভিমানে
আমায় ছেড়ে বহুদূরে,
ভুলে গেছো কেমন করে
বাঁধবে না আর বাহুডোরে?


আমার থেকে বহু দূরে
যতই তুমি থাকো!
স্মৃতির পাতায় কভু অবহেলায়
এতটুকু মনে রেখো।
🌲⚘🌲⚘🌲 ⚘🌲⚘🌲


26/03/2021
বহড়ু জয়নগর দক্ষিণ ২৪পরগনা।