বলতে পারো মানুষ এতো
করছে কেন অভিনয়?
তোয়াজ করে চললে তবেই
মনের আশা পূর্ণ হয়।
লোভের সীমা গগন চুম্বি
তাতে কোনো ব্রেক নাই,
টাকার উপর শুয়ে থেকেও
টাকার নেশা করা চাই।
লোভের অনলে পুড়ছে মন
লাভের অঙ্ক পাকা,
তবুও কেমন সব বুঝেও
মুখটি রাখে ঢাকা!
তেলা মাথায় তেল ঢালতে
কেমন দেখি ব্যস্ত!
আসল সত্যটাকে চাপা রাখতে
নাটক ভালোই মুখস্ত।
পরিস্থিতি আরও জটিল হয়
শয়তানের পাশার চালে,
নির্ভীক মানুষই মাথা তোলে
বাধাকে দূরে ঠেলে।


-----------------
০৩/০৮/২০২০ইং
বহরু, জয়নগর,পশ্চিমবঙ্গ।