শত শত পুঁথির মধ্যে
চাপা পড়ে আছে
হাজার বছরের মানুষের কান্না
বিশুদ্ধ জল আলো বাতাস
পাওয়ার জন্য কত যুগ
অপেক্ষা করে আছে।
সমস্যার পাহাড় অথৈ নদী!
তেমন কোনো সংস্কারক মাথা উঁচু করে বলতে শুনিনা-
নতুন সুস্থ পরিবেশে প্রবিত্র সমাজ সৃষ্টি করেতে চাই তোমাদের সাহায্য,
শুধু বল আমরা তোমার সঙ্গে আছি।
অজান্তেই হারিয়ে যাচ্ছে কত প্রাণ উদ্দেশ্য হীন ছন্দবিহীন জীবনপথে,
হারিয়ে যায় কত তরুণ প্রজন্মের ইতিহাস!
যান্ত্রিকতা নাগপাশে সবাই কেমন
বন্দী খাঁচার পাখির মতো ছটফট করে মরে
মুক্তির উন্মুক্ত খোলা আকাশ পাবে বলে;
প্রতিভার আলোক রশ্মি হারিয়ে যায় ষড়যন্ত্রের গভীর অন্ধকারে!
অর্থনৈতিক সমস্যা,দারিদ্র্যতা,
বেকারত্বের অভিশাপে হারিয়ে যায়  সবকিছু।
প্রাচীন গৌরবের সংস্কৃতি আজ শুধু ইতিহাসের পাতায় ছবি হয়ে আছে!
ষড়যন্ত্রের অদৃশ্য কালো হাত
অক্টোপাসের মতো পিছে টেনে ধরে!
মেকি সংষ্কারের আভরণে মুড়িয়ে ফেলেছে আগাগোড়া।
রক্ত মজ্জায় মিশে আছে বহুদিনের অপ্রয়োজনীয় মরিচা,
যা শুধুই বিধাতার দোহাই দিয়ে এড়িয়ে যাওয়া কিম্বা ছলনা ছাড়া আর কিছুই নয়।
কায়েমি স্বার্থের নীতি,অনুশাসন
প্রতিনিয়ত আধিপত্য বিস্তার করে চলেছে!
মুখোশধারী ছদ্মবেশীদের নাটক জমে উঠেছে জোরকদমে।
নাটকের প্রথম পর্বটা আকর্ষণীয় তোলা হয়েছে, কারণ শেষ দৃশ্যটা যে চোখের জলে নাকের জলে!
যুদ্ধবাজদের রণ হুঙ্কারে নিঃশ্বাস ভারী হয়ে উঠেছে।
কবে ঘুম ভাঙবে, কবে মানুষ মানুষের জন্য চিৎকার করে বলবে আমদের সকলের রক্তের রঙ লাল,
আমরাই উন্নত মানুষের মতো মানুষ!


  *****************
31/10/2020
বহড়ু,জয়নগর দক্ষিণ ২৪পরগনা।