বাবা মানে-
খোলা আকাশের নীচে নিরাপদ ঠিকানা,
একটা নিশ্চিন্ত নির্ভরতার আস্তানা।
কঠিন বাস্তবের মধ্যে হার না মানা,
অসুস্থতার কারণে স্নেহের সান্ত্বনা ।
বাবা মানে-
নিঃশব্দ হাসি মুখে পথ চলতে শেখা,
সকল বাঁধার পথ পেরিয়ে স্বপ্ন দেখা।
সকলকে খুশি রেখে নিজে খুশি থাকা,
দেহ-মনের কষ্ট ভুলে মুখে হাসির রেখা।
বাবা মানে-
মনের আবদার মেটানোর একমাত্র ভরসা,
শৈশব থেকে যৌবন পথপ্রদর্শক দিশা।
আশা, আনন্দ নির্ভরতা ও ভালোবাসার খনি,
বিপদ কাটিয়ে  আবার নতুন  সঞ্জিবনী।
বাবা মানে-
জীবনের ছোটো ছোটো ভুলগুলো শুধরে নেওয়া,
না চাইতেই সব কিছু হাতের কাছে পাওয়া ।
দুষ্টমী করলে কৃত্রিম রাগে হাল্কা বকুনি খাওয়া,
ছুটির দিনগুলো আনন্দ করে বেড়াতে যাওয়া।
বাবা মানে-
সমস্ত আনন্দময় সুখের জীবনে ধ্রুবতারা,
সবকিছু মানিয়ে নিয়ে নব রূপ গঠন করা।
শূন্যতার মাঝে আশার আলো জ্বেলে ধরা?
আত্মবিশ্বাস রেখে অপরের মঙ্গল চিন্তা করা।
---------------------------------------
06/12/2019
বহড়ু দক্ষিণ 24 পরগনা, জয়নগর।