বর্তমানে গ্রন্থাগারের গুরুত্ব
          বিশ্বরুপ
-----------'------------


শত শত বৎসরের অস্তিত্বের ইতিহাস
দেখি অবহেলায় ধূলায় ঢাকা!
মনুষ্য সভ্যতার সুমহান কীর্তির গৌরব গাঁথা
আছে সুসজ্জিত ভাবে রাখা।
বিশ্ব জগতের উত্থান পতন
অনু-পরমাণু হতে সীমাহীন সাগরের মতো
কালের আবর্তে শুধুই চাপা পড়ে আছে
সঞ্চিত জ্ঞানভাণ্ডারে যতো!
হাজার বছরের সমাজ সভ্যতা
ভেসে ওঠে জলছবির মতো!
যে স্মৃতি মস্তক মেমোরি হতে কবে কোন কালে মুছে গিয়ে হয়েছে ক্ষত।
কবে কোন কালে কোন মহাজন ভেবে ছিল-
ধরে রাখতে হবে এই পৃথিবীর সমাজ-সভ্যতা, জীবন-যাত্রা, সবকিছু ঐ গ্রন্থের কারাগারে-
যদি সযত্নে ধরে রাখা যায়,
ঐ একটি বিশেষ কক্ষে!
আগামী প্রজন্ম এই পুরাতন শিকড়ের নির্যাসে
নব চেতনার উন্মেষ ঘটাবে
এই আলোর পথে সঠিক লক্ষ্যে।
তাই  জীর্ণ ফাটলধরা ঐ পাঁচিলের গায়ে
যুগ যুগান্ত ধরে চির সবুজ শ্যাওলার মতো  
আজও টিকে আছে অমলিন অক্ষত!
ভয়ঙ্কর মারণব্যধির মতো অতি আধুনিক
প্রযুক্তির মোহে আকৃষ্ট হয়ে
কখনও হারিয়ে ফেলি নিজেকে,
ভুলে যাই আদি অনন্ত চির অমূল্য
রত্নের খনি এই গ্রন্থাগারকে।


         ---------------------
06/04/2020
বহড়ু,জয়নগর।