কয়দিনে এনেছি কিনে অনেক নিত্য বাজার
আসছে বিপদ পিছে কিসের সংকেত শুনি এবার!
কর্মহীন মনটা চটপট করে মরে
বন্ধ হল সবকিছু ভীষণ বিপদ অগোচরে!
ফুরায়ে যাবে সব সময়ের কালে
চিন্তার রেখার ভাঁজ পড়ে কপালে।
প্রয়োজন কতকিছু অভাবের দিনে!
শেষ হবার আগেই সবাই আনছে কিনে।
সঞ্চয়ের থলিটা শূণ্য হলে পরে
কেমনে চলিবে দিন বাঁচিবার তরে।
মানুষের মৃত্যুমিছিল এগিয়ে চলে দেশে দেশান্তরে
এ কোন অভিশাপের লিখন মানব ললাটের পরে!
পৃথিবী শান্ত হবে, মিষ্টি বাতাস খেলবে ঐ বুকে আদর সোহাগের রঙীন বসন্ত জাগবে পুষ্পস্তবকে।
মানুষের জয় হবেই মুছে যাবে অভিশপ্ত করোনা,
দেওয়ালে পিঠ ঠেকার আগে এ লড়াই ব্যর্থ হবে না।
         --------------------


25/03/2020
বহড়ু