বসন্ত আগমনে
    ------বিশ্বরুপ


বসন্ত এসেছে রুক্ষতা কাটিয়ে
রুক্ষ শীতের স্পর্শে
এখনও ক্লান্ত বাতাস বয়
প্রস্ফুটিত নব কিশলয়ে।


পড়ন্ত বিকেলে ফাগুনের রোদ
হলুদের চাদর জড়িয়ে
রঙের ছটায় সবুজের বুকে
ধরনীকে দিয়েছে রাঙিয়ে।


কৃষ্ণচূড়া পথের পাশে দাঁড়িয়ে
সাজিয়ে পসরা ডালি
মিষ্টি মধুর সুরের টানে
গুনগুনিয়ে আসে অলি।


সপ্ত রঙের রামধনু আজ
আসমানে ছবি এঁকেছে
শুভ্র বলাকা মেঘের দেশে
খুশিতে পাড়ি দিয়েছে।


অবোধ শিশুর মিষ্টি মুখে  
সিগ্ধ জোৎস্না হাসে,
প্রকৃতি সেজেছে বসন্ত উৎসবে
আম্র মুকুলের সুভাসে।


ঋতুর রানী এসেছে আবার
এই কলুষিত পরিবেশে
সকল রিক্ত জীর্ণতা সরিয়ে      
নিঃস্বার্থ আত্ম প্রকাশে।


হায় রে অবুঝ মানুষ
নাহিকো তব হুঁশ।
মানুষ যদি আনে স্মরণে
দুষণ কিসের কারণে!


প্রকৃতির এই জল বাতাসে
সুস্থ সুন্দর পরিবেশে
মানুষ যদি এগিয়ে আসে
রঙ্গ ঋতুকে ভালোবেসে।


-------------------
19/02/2020
বহড়ু, জয়নগর।