রুপসী বসন্ত সমাগমে
বৃক্ষ শাখায় শাখায়
প্রকৃতি মেতেছে
রঙিন ফুলের মেলায়।
পৃথিবীর বুকের ওপর  
যত মধুকর
তরুশাখে বাঁধিছে  
সখের অমৃতঘর।
ঝাঁকে ঝাঁকে বনটিঙা
উড়ছে বাতাসে  
অপরুপ শোভা তায়
রামধনুর আকাশে।
কবিরা সৃষ্টি করে
অমূল্য কাব্য সম্পদ
সত্যের সন্ধানে তারা
খোঁজে আলোর পথ।
সন্ধ্যায় মাধবীলতা আর
ভোরের শিউলি
ভাবনার সাগরে ভাসে
মন পাল তুলি।
ছোটো হৃদয় জোনাকির  
মিটিমিটি আলো
জীবন তৃষ্ণা মেটায়  
মুছে যাক সব কালো।
-------------------
13/03/2021
বহড়ু জয়নগর দক্ষিণ ২৪পরগনা।