খুব ভোরে ঘুম থেকে উঠে
মনে হয় সবুজ গালিচায়
হেঁটে যাই কিছুক্ষণ।
মুক্ত খোলা আকাশের পানে
তাকিয়ে-
প্রাণ ভরে বিশুদ্ধ বাতাস  নিই।
শরীরের যত ক্লান্তি,ক্লেশ
ঘর্মাক্ত কলেবর থেকে নিঃশ্বিত হোক বারংবার,
দুষিত অনুপরমানু হতে।
পৃথিবীর শরীরটা ঢেকে যাক
ঘন গভীর সবুজ বনভূমিতে।
চাই না এই রুক্ষ নির্লজ্জ যান্ত্রিকতা!
ধোঁয়া আর ধূসর ধূলায় নিঃশ্বাসে প্রাণ ওষ্ঠাগত।
প্রিয় বরেণ্য রবিঠাকুরের সেই বাণী স্বরণ করি.... "  দাও ফিরে সেই অরণ্য লহ এ নগর।"
মাগো তোমার আঁচল ছায়ায়
বেশ তো কেটেছিল শৈশবের মধুর জীবন।
বয়স বৃদ্ধির সন্ধিক্ষণে মনের আয়নায়
কেন এতো প্রতিহিংসার আস্তরণ !
ভোরের দোয়েল পাখিটা আপন খেয়ালে
সুখে দুঃখে আজও কেমন গান গায়!
মনে হয় এই পৃথিবীর বুকে সৃষ্টি
কত প্রাণ আপন খুশিতে নেচে বেড়ায়!
এই সমাজ সভ্যতার অগ্রগতি চাকায়
কেন পিষে যায় সুস্থ চেতনা!
উন্নয়নের কষ্টিপাথরে সোনা রং এর আস্তরণ
আজ কেন এতো মেঁকি!
সকালে লাল সূর্যটা ঠিক কিন্তু আগের মতন!
শুধু বায়ু সমুদ্রের সূক্ষ্ম আভরণের পর্দাটা
আমরাই নষ্ট করে দিয়েছি স্বজ্ঞানে।
এখনও কুসুম ফোটে কাননের বুকে ।
এখন সময় আছে বৈরীতা ভূলে
সাবলীল জীবন পথে এগিয়ে যাই
স্মরণীয় শ্রদ্ধেয়ের চরণে মাথা ঠুকে।


*****@@@@@******


জয়নগর