বয়স বেড়েছে দাঁত পড়েছে
চোখেও দেখে কম,
ভালো কথাও বলতে গেলে
লাগে বুকের দম!
বন্ধুরা সব হারিয়ে গেছে
জীবনের জুয়া খেলায়,
অসহায় মনে উদাস নয়নে
ভাসিয়ে স্মৃতির ভেলায়!
যাদের তরে সারা জীবন
করল রক্ত জল,
সবাই তারা ভুলে গেল
বৃথাই কর্মফল!
শূণ্য হৃদয়ে খোলা বারান্দায়
একাকী বসে থাকে!
উঠোনে খেলে ল্যাংটা শিশু
শৈশবের স্মৃতি আঁকে।
এখন তুমি অচল মানুষ  
ঘুঁনধরা এক খুঁটি
জীবনের খাতায় হিসেব মেলাতে
দেখছো কোথায় ত্রুটি!
আজও তুমি আগের মতন
লেখ জীবনের গান,
হাসি কান্না স্মৃতির পাতায়
খুঁজে আপন মান।
কাটা কুটির জটিল অঙ্ক
করেছো কত সমাধান;
আজকে কেন ঝাপসা দেখ
হৃদয় ভেঙে হয়রান!
সবার কাছে তুমি এখন
শুধুই একটা বোঝা!
চন্দ্রবিন্দুর ঐ ধারাপাতে
নামতাটাই শুধু সোজা!!
-----------'xxxxx--------
11/02/2021
বহড়ু জয়নগর দক্ষিণ ২৪পরগনা।